Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

 

‘‘সিটিজেন চার্টার’’

১। পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচনের লক্ষে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা দান।

২। উপকারভোগী সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলার বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয়/কর্মসূচী

     বাস্তবায়ন।

৩। দরিদ্র জনগোষ্ঠির স্বনির্ভরতা অর্জনের লক্ষে ক্ষুদ্র ক্ষদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।

৪। উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড কাস্তবায়ন কল্পে ঋণ মঞ্জুরী বিতরন ও আদায়ের কার্যক্রম পরিচালনা।

৫। আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পর পরই এবং আনুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদানের 

     ব্যবস্থা গ্রহন।

৬। উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের প্রযোজন।

৭। উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতী গঠন মূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আন্ত বিভাগীয় সমন্বয় সাধন।

৮। সদস্যদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করনের  জন্য বাজার জাতকরন কার্যক্রম পরিচালনা।

৯। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সেচযন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়ন প্রকল্প বৃক্ষরোপন, স্যানিটেশন সহ নানামূখী

     সম্প্রসারনমূলক কার্যক্রম পরিচালনা।